মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘জরাজীর্ণ ডাকঘর সমূহের সংস্কার ও পুনর্বাসন প্রকল্পের আওতায় চলমান সংস্কার কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের নির্দেশে কাজ বন্ধ রয়েছে। তবে কি কারণে কাজ বন্ধ রয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। হাজীগঞ্জ উপজেলায় জরাজীর্ণ ডাকঘরের সংস্কার কাজ বন্ধ হয়ে যাওয়ায় জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ীভাবে ডাক সেবা দেয়া হচ্ছে। শাহরাস্তি ডাকঘরের কাজ শুরুই করেনি ঠিকাদার।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুন টেন্ডার চূড়ান্ত করা হয়। ঢাকার গ্রীন রোডের লিটল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হাজীগঞ্জ-শাহরাস্তির দুটি ডাকঘর সংস্কার কাজ পায়। দরপত্রে ৮৫ লাখ ৬৮ হাজার ৮১৫ টাকা উল্লেখ করা হয়। কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ২ সেপ্টেম্বর কাজ শুরু করে ২০২২ সালের ২ মার্চ কাজ শেষ করার কথা থাকলেও শাহরাস্তি উপজেলার ডাকঘরে এক টাকার কাজও করেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলা ডাকঘরে দরপত্র অনুযায়ী কাজ করেনি। দেড় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, বেইজ ঢালাই, কলাম ঢালাই, ছাদ ঢালাইয়ের পূর্বে প্রকল্পে নিয়োগকৃত প্রকৌশলীদের অবহিত করার কথা থাকলেও তা না করায় ‘জোড়াতালির’ সংস্কার কাজ শুরু করা হয়।
ডাক অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (তড়িৎ) মোঃ চাঁন মিয়া বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ রয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে আমি কিছুই জানি না।
হাজীগঞ্জ উপ-বিভাগে কর্মরত ডাকঘর পরিদর্শক কাঞ্চন সাহা বলেন, কি কারণে কাজ বন্ধ, তা জানা নেই।
হাজীগঞ্জ পোস্ট অফিসের পোস্ট মাস্টার খোরশেদ আলম জানান, চার মাসের জন্য ডাক বাংলোতো কার্যক্রম চলছে। এখন আবার সময় বাড়ানো হবে। কি কারণে কাজ বন্ধ তা জানা নেই।