স্টাফ রিপোর্টার:
গতকাল চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ শাহরাস্তি দুই উপজেলার ১ হাজার ৫শ দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে হাজীগঞ্জ উপজেলার পিটিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ঈদ বস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গন্ধ্যর্বপুর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোকলেছুর রহমানের, হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণত সম্পাদক ইলিয়াস, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুব চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য হোসাইন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারী সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।