মো. মজিবুর রহমান রনি/মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে তৃতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়ে হ্যাট্টিল করলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক পদে চমক দেখালেন হায়দার পারভেজ সুজন।
শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।
প্রথম অধিবেশন শেষে শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের পক্ষ বিপক্ষে প্রস্তাব ও সমর্থন। এতে সভাপতি পদে বিনাপ্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়ে হ্যাট্টিল করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।
পরে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী হায়দার পারভেজ সুজন ও জহিরুল ইসলাম মামুনের পক্ষে ভোটাভুটি হয়। এতে হায়দার পারভেজ সুজন ১৭৪ ভোট ও ১২০ ভোট পান জহিরুল ইসলাম মামুন।
শেষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি হায়দার পারভেজ সুজনকে ৫৪ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন। এবং সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।