হাজীগঞ্জ থানার বিশেষ অভিযানে পিসি ও জি.আর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন: টোরাগড় গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ তৈয়ব আলী (৫৫), একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ আহসান হাবিব (২৮), মৃত সোনা মিয়ার ছেলে মোঃ সিরাজ (৫০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মহসিন (২৬), মোঃ জাফরের ছেলে মো সোহাগ(২৪), মোঃ জাফরের অপর ছেলে মোঃ সুজন(২৪), মোঃ গোলামের ছেলে মোঃ আল আমিন(২২)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) জয়নাল আবেদীন-১, এএসআই নাজিম, এএসআই মোজাম্মেল হক, এএসআই মকবুল হোসেন, এএসআই আবুল খায়ের, এএসআই ধীমান বড়ুয়াসহ সংগীয় ফোর্স।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আসামীদেরকে তাদের নিজ বাড়ী হইতে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
মো. মজিবুর রহমান রনি