মোঃ মজিবুর রহমান রনি:
হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ জোবাইর সৈয়দ। গতকাল শনিবার (২৬ ফেব্রæয়ারি) রাতে হাজীগঞ্জ থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের কাছ থেকে তিনি চার্জগ্রহণ করেন।
নবাগত ওসি মোঃ জোবাইর সৈয়দ এরআগে চাঁদপুর ডিবি ওসির দায়িত্ব পালন করেন। বিদায়ী ওসি মোঃ হারুনুর রশিদ ২০২১ সালের ২৪ ফেব্রæয়ারি দায়িত্বে থাকার এক বছরের মাথায় সিলেট রেঞ্জে বদলি হয়েছেন বলে জানা গেছে।
হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
চার্জগ্রহণ শেষে বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ফরিদগঞ্জ থানার (সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিলসহ অন্যান্য অফিসারবৃন্দ।