মোঃ হোসেন বেপারী:
হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রাসরনের আয়োজনে মেলার উদ্বোধন করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম।
কৃষকের দোরগোড়ায় কৃষি প্রযুক্তির বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা এর বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৭টি স্টলে কৃষি বিভাগের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।
স্টলগুলো হলো- নার্সারী কর্ণার, আধুনিক কৃষি যন্ত্রপাতি কর্ণার, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি কর্ণার, আধুনিক কৃষি প্রযুক্তি কর্ণার, জৈব ও রাসায়নিক সার কর্ণার, বীজ কর্ণার, তথ্য কর্ণার ও ফটো গ্যালারী, সবজি ও ফল কর্ণার।
একইদিন উপজেলার ই-সেন্টারে মীনা দিবস ২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
ওইসময় অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, চাঁদপুর জেলা আ.লীগের কোষাধ্যক্ষ রোটা: আহসান হাবীব অরুন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।