মো. হোসেন বেপারী:
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের আওতায় আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ২১ জুলাই প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর করবেন। এই কর্মসূচির আওতায় হাজীগঞ্জ উপজেলায় নতুন করে আরো ২৯ পরিবার পাচ্ছেন জমি ও নতুন বসতঘর।
গতকার সোমবার হাজীগঞ্জ রেজিস্ট্রি অফিসে ওই ২৯ পরিবারের মাঝে সম্পত্তির দলিল হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব পরিবারের মাঝে নতুন ঘর তুলে দেয়া হবে।
হাজীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন বানিয়চোঁ গ্রামের ইউসুফ, তারাপাল্লা গ্রামের সাদেক হোসেন, মাড়কি গ্রামের রুনা আক্তার, সিহিরচোঁ গ্রামের আরিফ হোসেন ও জয়নাল, নওহাটা গ্রামের আবদুল জাব্বার ও কামাল হোসেন, বাজনাখাল চাঁদপুর গ্রামের শাহজাহান, রামপুর গ্রামের মিজান মজুমদার, বানিয়াকান্দি গ্রামের রহিমা, সৈয়দপুর গ্রামের জামাল ও কামাল হোসেন, নোয়াপাড়া গ্রামের মনোয়ারা, কালচোঁ গ্রামের ফিরোজা বেগম, হরিপুর গ্রামের খোকন মিয়া, দিলীপ দাস ও মোকলেছ মিয়া, রান্ধুনীমুড়া গ্রামের ঝণা বেগম, সরুফা বেগম, আক্তার হোসেন ও সেলিম মিয়া, গন্ধব্যপুর গ্রামের ছালে আহম্মেদ, রহিমা খুতুন ও জেসমিন আক্তার, কাকৈরতলা গ্রামের মোহাম্মদ মীর হোসেন, পালিশারা গ্রামের নুরুজ্জামান, বড়কুল গ্রামের ফেরদৌসী আক্তার, সেন্দ্রা গ্রামের শাহাদাত হোসেন ও কুলছুমা বেগম।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চলতি ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত বরাদ্দকৃত মোট একক গৃহের সংখ্যা হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ১২৯টি। এই পর্যন্ত একক গৃহের জন্য বরাদ্দকৃত অর্থের পরমান হচ্ছে ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা। সরকারের এ কার্যক্রমের ফলে পঞ্চগড় এবং মাগুরা জেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে।