স্টাফ রিপোর্টার :

হাজীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় আল-আমিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে মোটর সাইকেল চালিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জে যাওয়ার পথে পৌরসভাধীন কৈয়ারপুল নামক স্থানে পেছন দিক থেকে অজ্ঞাত নামা পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিট পড়ে আল-আমিন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে গড়ে পড়ে যায়। মোটরসাইকেল আরোহীকে পিকআপ ভ্যান প্রায় ২’শ গজ পর্যন্ত টেনে হেঁঁছড়ে নিয়ে যায়। অজ্ঞাত পিকআপ ভ্যানটি আটক করা যায়নি।
জানা যায়, মৃত আল-আমিন সাগর চাঁদপুর পৌরসভা ১৩ নং ওয়ার্ড এলাকার অলিমুদ্দিন গাজীর ছেলে।
হাজীগঞ্জ থানার এসআই সুমন জানান, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।