মোঃ মজিবুর রহমান রনি
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল সিএনজি পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আহত আরিফ হোসেন গাজী (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কুমিল্লার একটি হাসপাতালে মারা যান।
মৃত আরিফ হোসেন গাজী ২নং বাকিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফুলছোঁয়া গাজী বাড়ির রুহুল আমিনের ছোট ছেলে। তিনি হাজীগঞ্জ পশ্চিম বাজারের বিশ্বরোডে একটি মটরসাইকেল ওয়ার্কসপের কাজ করতেন। গতকাল শনিবার সকাল ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত ১৮ জানুয়ারি রাতে সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনি। ওই দুর্ঘটনায় নিহত আরিফ, সিএনজি চালকসহ ৪ জন আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়।