মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ অহিদুর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল-রামপুর সড়কের বাবুরপুল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোঃ অহিদুর রহমান ও তার স্ত্রী বলাখাল বাজার থেকে সিএনজিতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় বলাখাল-রামপুর সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অহিদুর রহমানকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত অহিদুর রহমান হাজীগঞ্জ উপজেলার রামপুর সিদলা মজুমদার বাড়ির মৃত আব্দুল আজিজ মজুমদারের ছেলে। এই ঘটনায় নিহত অহিদুর রহমানের স্ত্রীসহ আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।