মো. মজিবুর রহমান রনি
হাজীগঞ্জে সরকারি কোয়ার্টার এখন ইট ব্যবসায়িদের দখলে চলে গেছে। আলীগঞ্জ পিটিআই সুপারকে ম্যানেজ করে সেখানে চলছে ইটের রমরমা ব্যবসা। এমনই অভিযোগ স্থানীয় ও পিটিআই এর দায়িত্বরত নৈশপ্রহরীর। যদিও পিটিআই সুপার বিষয়টি অস্বীকার করেছেন।
সরেজমিন দেখা যায়, আলীগঞ্জ পিটিআই কোয়ার্টারের ভিতরে পড়ে আছে প্রায় লক্ষাধিক ইট। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় এক ইট ব্যবসায়ি পিটিআই সুপার মো. জয়নাল আবেদীনকে ম্যানেজ করে সরকারি কোয়ার্টারের জায়গা দখল করে শুরু করেছেন ইট ব্যবসা। ওই ব্যবসায়ি ব্রিকস ফিল্ড থেকে ইট কিনে জমা করছে পিটিআই কোয়াটারে এবং বেশী মুনাফায় ধীরে ধীরে বিক্রি করছেন। আর এভাবেই গত দুই মাস ধরে চলছে তার এ ব্যবসা।
এ বিষয়ে পিটিআই সুপার জয়নাল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে না জানিয়ে কোয়াটারের নৈশ প্রহরীসহ স্থানীয় এক ব্যবসায়ি এ কাজটি করেছে। আমি গত ৭ জুন বিষয়টি অবগত হই। পরেরদিন ইট সরিয়ে নেয়ার জন্য তাদেরকে নোটিশ প্রদান করি এবং নৈশ প্রহরীকে শোকজ করি।
তবে নৈশ প্রহরী ঈমান আলী বলেন, আমি এখানে সুপার স্যারের নিয়ন্ত্রণে চাকরি করি। তার নির্দেশ ছাড়া কিছুই করি না। প্রায় এক মাসের বেশি হয়েছে এবং স্যারের নির্দেশক্রমেই আমি কোয়ার্টারের ভিতরে ইট রাখতে দিয়েছি। আপনাকে শোকজ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ঈমান আলী বলেন, আমি শোকজ লেটার পাইনি। তবে যা করেছি সুপার স্যারের নির্দেশেই করেছি।