মোঃ হোসেন বেপারী:
হাজীগঞ্জে আইন না মেনে খোলা জায়গায় যত্রতত্র বালু রেখে বিক্রির দায়ে ৭ প্রতিষ্ঠান মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ বালুর ঘাটের দেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে ১ লাখ টাকা, বাংলাদেশ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহাজান বেপারীকে ১ লাখ টাকা, তালুকদার বিল্ডার্সের স্বত্বাধিকারী মঞ্জু তালুকদারকে ১ লাখ টাকা, মেসার্স শাহপরান এন্টারপ্রাইজের শাহপরানকে ৫০ হাজার টাকা, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ রোডের ইকবাল এন্ড ব্রাদার্সের চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লাখ টাকা, ডাকাতিয়া নদীর সেতুর দক্ষিণ পাড়ে বালুমহালে মিলন চৌধুরীকে ১ লাখ আর আক্তার হোসেনকে ৫০ হাজার জরিমানা করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরে উপ-সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদ রাজীব, কর্মকর্তা হান্নান, হাজীগঞ্জ থানার এসআই আজিজ শেখ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।