মো. হোসেন বেপারী
হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগার টোরাগড়ের আয়োজনে মাদক বিরোধী ফ্রীজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজক কমিটির আহবায়ক মো. হান্নানের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনির হোসেন কাজী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কবির হোসেন কাজী, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম।
২২ দল নিয়ে গঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় হাজীগঞ্জ প্লাজা একাদশ বনাম আর্জেন্টিনা একাদশ। ২০ মিনিট করে ৪০ মিনিটের খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে মেতে উঠে দুই দলের খেলোয়াড়রা। খেলা শুরুর ৫মিনিটের মাথায় সুযোগ পেয়ে এক গোলে লিড পেয়ে যায় হাজীগঞ্জ প্লাজা একাদশ। খেলার ১২ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনার একাদশ। ৪০ মিনিটের খেলায় কয়েকটি ফাউলের বাঁশিতে হাজীগঞ্জ প্লাজা একাদশের বিপক্ষে দুইটি হলুদ কার্ড ও আর্জেন্টিনার একাদশের বিপক্ষে একটি লাল কার্ড দেখায় রেপারী।
শেষে খেলায় একমাত্র গোলদাতাকে ম্যান অফ দ্যা ম্যাচ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ওই সময় ফুটবল কল্যাণ সমিতির সভাপতি এমদাদ মজুমদার, প্রাক্তন খেলোয়াড় সফিক মিজি, জিল্লুর রহমান সোহাগ, খোকন মৃধা, মো. আনোয়ার খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল মিয়াজি, সদস্য ইমাম তালুকদার, সাজেদা তালুকদার’সহ ক্রিয়া প্রেমীরা উপস্থিত ছিলেন।