মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জে হঠাৎ করেই তেলের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সকালে আচমকাই তেলের গোডাউনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির।
হাজীগঞ্জ বাজারের গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু দোকানিদের গোডাউনে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে পুরোনো তেল মজুদ রয়েছে এমন কোন সন্ধানই মিলে নি। তবে নতুন আমদানিকৃত তেলের সন্ধান পাওয়া গেছে। যা বিক্রয় হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে।
বাজার মনিটরিং এবং যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির জানান, হাজীগঞ্জ বাজারে তেলের সংকট নেই। তবে তেল সংক্রান্ত বা যে কোন বিষয়ে ব্যক্তিগতভাবে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও যে-সকল ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যর চেয়েও বেশি দামে তেল বিক্রয় করার কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এই বিষয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।
অভিযানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, এসআই আব্দুল আজিজ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।