স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জে বিকাশে প্রতারণার সময় হাতেনাতে আটক করেছে দোকানীরা। আটক প্রতারক হলো আনিকা মিম। গত ৬ জানুয়ারি রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজারের পৌর বিপণিবিতান মার্কেট থেকে তাকে আটক করা হয। পরে হাজীগঞ্জ থানার উপপরিদর্শকএসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে পুলিশ হেফাজতে নেন।
মার্কেটের সাধারণ সম্পাদক মানিক জানান, গত বুধবার রাতে আনিকা মিম নামের ওই মহিলা মার্কেটের ব্যবসায়ী সোহেলের চায়না রেক্সিন এবং বিকাশ এজেন্টের দোকানে ৭৫ হাজার টাকা বিকাশ করার জন্য আসে। দোকানদার ৭৫ হাজার টাকা ক্যাশ দেয়ার জন্য বললে মহিলাটি দিচ্ছি বলে বিকাশ করার জন্য অনুরোধ করে। দোকানের তিনবারে ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা সেন্ড করার পর টাকা চাইলে সে টাকা নেই বলে জানায়। তার সাথে কথাকাটাকাটির একপর্যায়েআশপাশের ব্যবসায়ীরা এসে জড়ো হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা এসে উপস্থিত হয়। পরে সবাই মিলে তার সঙ্গে আর কারা জড়িত জানার চেষ্টা করলে সে হাজীগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী মিলাদ হোসেন নামের এক ব্যক্তিকে তার বাবা বলে পরিচয় দেয়। যদিও বাবা বলে পরিচয় দেওয়া লোকটিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে সে তার মেয়ে নয় বলে জানায়। এ সময় মহিলা কাকে টাকা পাঠিয়েছে এবং তার পরিচয় জানতে চাইলে সে টালবাহানা শুরু করে। উপায়ন্তর না পেয়ে মার্কেট কমিটি পুলিশকে খবর দিলে তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ওই নারী তার সঠিক পরিচয় দিচ্ছে না। ধারণা করা হচ্ছে সে প্রতারক দলের সদস্য। তবে সে যেই তিনটি মোবাইল নম্বরে টাকা পাঠিয়েছে তার দুইটি নাম্বার মাদারীপুর এলাকার। আর বাকী নাম্বারটি এখনো শনাক্ত করা যায়নি।