মো. মজিবুর রহমান রনি:
হাজীগঞ্জে গরু চুরি করতে এসে একটি পিকআপ, একটি অটো রিক্সা, রশি ও চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোরে অতিরক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদের নেতৃত্বে হাজীগঞ্জ থানার জয়শরা গ্রাম থেকে আটক করা হয়। এসময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, চোরাইকৃত একটি অটোরিক্সা, রশি ও চুরির কাজে ব্যাবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-হাজীগঞ্জ পৌরসভার ০৬নং ওয়ার্ডের মকিমাবাদ মল্লিক বাড়ীর মৃত রেনু মিয়ার ছেলে মো. জাহাঙ্গির আলম(৪৫) ও তার ছেলে মো.শাকিল (২০), কুমিল্লার চান্দিনা উপজেলার সুরি খোলা চেয়ারম্যান বাড়ীর মন্টু মিয়ার ছেলে সজিব (২৬), মতলব দক্ষিন উপজেলার গাবুয়া হাজী বাড়ীর হারুনুর রশিদের ছেলে মোঃ শরিফ হোসেন (২৬)।
অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার এসআই আবদুল আলিম, এসআই জয়নাল আবেদীন (২), এএসআই ধীমান বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
হাজীগঞ্জ থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষটি নিশ্চিত করেন অতিরক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ। তিনি বলেন-গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জের জয়শরা এলাকা থেকে গরু চুরি করতে আসা একটি হলুদ রঙ্গের পিকআপ, একটি সাদা ও নীল রঙ্গের অটোরিক্সা, রশি ও অন্যান্য সরঞ্জামাদিসহ চার সদস্যের একটি চোর চক্রকে আটক করি। চুরি করতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা চুরি করতে আসার বিষয়টি স্বীকার করে। তিনি আরো জানান তারা অত্যান্ত অভিনব কায়দায় চুরি করে থাকে। প্রথমে মোটর সাইকেলযোগে বিভিন্ন এলাকায় গুরে পর্যালোচনা করে, কোথায় কোথায় গরু আছে, বিশেষ করে যে সকল বাড়ীতে খরের পারা আছে সে সকল বাড়ীতে প্রবেশ করত তারা। গোয়াল ঘরের গরুর অবস্থান নির্নয় করে। পরবর্তীতে পাশাপাশি রাস্তায় গাড়ী রেখে কয়েকজন মিলে গরু নিয়ে এসে প্রথমে গাড়ীতে গরুর মাথা এবং পরবর্তীতে গরুর পিছন দিক থেকে ধাক্কা দিয়ে লেজ টান দিলে গরু গাড়ীতে উঠে যায়। গাড়ীর মধ্যে গরুর চার পা বেধে শুইয়ে রাখা হয়। তিনি আরো জানান- গত ১৪ মে (রমজানের ঈদের দিন) হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ আমিন উদ্দিন বেপারী বাড়ী হইতে একটি অটোরিক্সা চুরি হয়। সেটিও তারাই চুরি করে এবং তারা একটি সংঘবদ্ধ চক্র মিলে এই চুরি গুলো করে থাকে ।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, তাদের বিরুদ্ধে ৩৭৯, ৩৮০/৫১১দঃবিঃ ধারায় দুইটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার ০৩/১৯৯ ও ০৪/২০০, তারিখ-০৫-০৭-২০২১ এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।