মোঃ হোসেন বেপারী:
হাজীগঞ্জের সাদ্রা মাদ্রাসার পাশের পুকুরে কয়েক মাসের জন্য গজিয়েছে লাল শাপলা। এই লাল শাপলা পূর্ব আকাশে সূর্যের আলোকেও হার মানায় শত সহস্র রক্তিমে। প্রথম দেখায় মুখ থেকে অনায়াসেই বেরিয়ে আসবে সুন্দর যেন ফুলে ফুলে সাজানো লাল গালিচা।
প্রকৃতিতে শীতের আগমন আর ষড়ঋতুর বাংলাদেশে বিধাতা যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে সাদ্রার এই পুকুরের চারপাশে লাল লাল ফুলের সমারোহে লাল শাপলায়। মনে হয় যেন প্রকৃতি তার রূপের সঙ্গে নিজে বাদ্যযন্ত্রে সুরের ঝর্ণা ধারা ছড়িয়ে দিয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সাদ্রা গ্রামে প্রাকৃতিকভাবেই এই পুকুরে ফুটছে আকর্ষণীয় লাল শাপলা। পুকুরের আশপাশের পরিবেশ আর গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তোলেছে পুকুরে গজানো এই লাল শাপলা। স্বপ্নের মতো গজিয়ে উঠা এই শাপলা দেখতে উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা গ্রামে ছুটে যায় প্রকৃতি প্রেমীরা।
মাত্র কয়েক মাসের জন্য শাপলা ফুল ফুটে এখানে। সূর্যের উপস্থিতির সঙ্গে সঙ্গে শাপলা তার সৌন্দর্যকে গুটিয়ে নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিথর হয় ক্লান্তি নিয়ে স্তব্ধ হতে শুরু করে। সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত লাল শাপলার সৌন্দর্য থাকে দৃশ্যমান।