হাজীগঞ্জ সংবাদদাতা:
হাজীগঞ্জ-গৌরীপুর সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় লেয়াকত আলী মজুমদার (৬৫) নাম এক বৃদ্ধ মারা গেছে। পাতানিশ আড়ং বাজারে বৃহস্পতিবার সকাল ৭ টায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী পিকআপভ্যানটির চালক ঘুমন্ত অবস্থায় সড়কের পাশে গিয়ে বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় ওই বৃদ্ধ একটি গাছের সাথে কোনো রকমে আটকে থাকে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা কর। ঘটনাস্থলে স্থানীয়রা পিকআপ ভ্যানটি জব্দ করে। ততক্ষণে চালক পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যান হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সালাউদ্দীন। তিনি জানান, চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। পথিমধ্যে বৃদ্ধ লেয়াকতকে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।