হাজীগঞ্জ প্রতিনিধি:
পদ্মা বাসের চাপে যাত্রীসহ সিএনজি গেলো পুকুরে। এতে ছয়জন আহত হয়।
বৃহস্পতিবার ভোর সকাল ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন ভোররাতে ধেররার আড়ৎ গুলোতে মাছবাহী পিকাপ সকাল হলে অনেকাংশেই দখলে রাখে।
ঘটনার সময় পদ্মা এক্সপ্রেস বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা উদ্যেশে দ্রæত গতিতে ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আশা সিএনজিকে চাপা দেয়। পদ্মা বাসটির পিছনের অংশের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওইসময় স্থানীয়রা সিএনজিতে থাকায় ৬ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স¤প্রতি বলাখাল থেকে ধেররা এলাকায় অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রতিকার চান।