মোঃ হোসেন বেপারী:
হাজীগঞ্জে ৮৮ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, মোঃ মনির ও মোঃ বাবুল প্রকাশ বাবলু।
পুলিশ জানায়, মঙ্গলবার এসআই আল-আমিন ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাস্থ ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া শুকু কমিশনার মার্কেটের মোঃ মিলনের চায়ের দোকান থেকে ওই এলাকার দেওয়ান আলী বেপারী বাড়ির রুহুল আমিনের ছেলে মনিরকে ৩৮ পিচ ইয়াবাসহ হাতে-নাতে আটক করে।
একই দিনে এসআই মেছবাহ ও এসআই ইউনুস মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের বাটোরা সাকিন থেকে ৫০ পিচ ইয়াবাসহ মোঃ বাবুল প্রকাশ বাবলুকে আটক করে। অভিযানে মোট ৮৮ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা পুলিশ।