হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে আব্দুল করিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের টোরাগ্রামের সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত দাইমুদ্দিনের ছেলে আব্দুল করিম দুপুরের খাবার খেয়ে নদীতে গোসল করতে যায়। ওই সময় তিনি গোসল করতে নদীতে নামে এবং সাতার দিয়ে নদী পার হতে গিয়ে মাঝ নদীতে তলিয়ে যায় ।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল লাশটি উদ্ধার করেছে। এর আগে ঘটনাস্থলে এসেছে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশ।
নিখোঁজ যুবকের বোন আইরিন ও শাহিন জানান, প্রতিদিনের মতো আজও ডাকাতিয়া নদীতে গোসল করতে যায় করিম। এরপর সে নদীর উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে সাঁতরে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে ডুবুরি এনে নদীর তলদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন সে মানসিক রোগী ছিলো। নিহতের পরিবার মামলা করলে আমরা সর্বাত্বক সহযোগিতা করবো।
মো. মজিবুর রহমান রনি