চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় জহিরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় চাঁদপুর-লাকসাম রেল-সড়কের এনায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহিদ এবং সালেহ আহমদ জানান, নিহত জহিরুল ইসলাম উপজেলার এনায়েতপুর হাটিলা এলাকায় রেললাইনের উপর অন্যমনস্ক হয়ে বসে ছিলেন। এসময় চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি এনায়েতপুর হাটিলা এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে সে সাথে সাথেই রেললাইনের পাশে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
মৃত জহিরের ছোট ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই দীর্ঘদিন থেকেই অসুস্থ এবং মানসিক প্রতিবন্ধী। বিকেলে সে রেললাইনে হাঁটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। তিনি আরো বলেন, তাদের তিন ভাইবোনের মধ্যে মৃত জহির সবার ছোট এবং তাঁর কোন সন্তান নেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জমুহাম্মদ হারুনুর রশীদ জানান, বিষয়টি জানতে পেরে আমরা সাথে সাথেই রেলওয়ে পুলিশকে অবগত করি। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশের ওসি মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোঃ মজিবুর রহমান রনি