মোঃ মজিবুর রহমান রনি
হাজীগঞ্জে বেপরোয়া গতিতে আসা এক ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাইলি বেগম (৩৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ডাকাতিয়া ব্রিজের দক্ষিণ পাড়ে টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার রান্ধুনিমুড়া ইউনিয়নের ১০নং ওয়ার্ডে হাওলাদার বাড়ির আবু বকরের স্ত্রী। তার দুইজন প্রতিবন্ধী সন্তান রয়েছে বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই মহিলা রাস্তার পূর্ব পার্শ্বে দাঁড়িয়ে ছিল। ট্রাকটি দক্ষিণ দিক থেকে (রামগঞ্জ থেকে হাজীগঞ্জগামী) বেপরোয়া গতিতে আসা অবস্থায় হঠাৎ করে দাঁড়িয়ে থাকা মহিলাকে ধাক্কা দেয়। এতে ওই নারী রাস্তার পার্শ্বে পড়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেয়ার পথেই তিনি মারা যান। নিহত লাইলি বেগম হাজীগঞ্জ বাজারের রিজিক হোটেলে মসলা বাটার কাজ করতেন বলে জানা গেছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় এবং মহিলাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।