মোঃ হোসেন বেপারী:
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এ ¯স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল গনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকেই বীমা প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এ বিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোকে আরো বেশি সর্তক থাকার আহ্বান জানান তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন। এ সময় হাজীগঞ্জের বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বীমাকে জনসাধারণের কাছে বেশী করে গ্রহণযোগ্য করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।