মো. হোসেন বেপারী:
চাঁদপুর জেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার। এই বাজারে যেমন থাকে ভালো ব্যবসায়ি তেমনই ভালো ব্যবসায়ির আড়ালে থাকে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখাসহ রয়েছে নানান অনিয়ম। সেই অনিয়ম রুখতে প্রতিনিয়ত ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।
তারই ধারাবিকতায় বুধবার দুপুরেও হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় পপুলার ল্যাব এন্ড জেনারেল হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ১০ হাজার টাকা, শ্রীকৃষ্ণ ডিপার্টমেন্টাল স্টোরকে ৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় আর এক্স মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা ও চিটাগং ফুডকে ৪ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। অভিযানে হাজীগঞ্জ থানার এস আই নাজিম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।