মোঃ রাছেল, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্য পুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক মোঃ আব্দুর রব এর ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন, উপজেলা ছাত্রলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ফিরোজ আহমেদ এর নেতৃত্বে ইউনিয়নের অন্যান্য ছাত্রলীগের নেতা কর্মীরা।
করোনা দুর্যোগে শ্রমিক সংকটে ওই জমির ধান কাটতে যখন দিশেহারা, ঠিক তখনই এগিয়ে এলেন হাজীগঞ্জ ছাত্রলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন।
মঙ্গলবার সকালে ছাত্রলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষক মোঃ আব্দুর রব এর ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে উঠিয়ে দেন।
এসময় উপস্তিত ছিলেন,ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন হোসেন অনিক ,সজীব, সাঈদ তালুকদার, সুলতান মাহমুদ, রিপাত,মাহফুজ আহমেদ, আবু সাঈদসহ অন্যান্য ছাত্রলীগের নেতা কর্মীরা।
উপজেলা ছাত্রলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন এর নির্দেশে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এরমধ্যে কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি বেশি হলে কৃষকদের ধান পানিতে তলিয়ে যাবে। এসব কথা চিন্তা করে ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিলে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আজকে একজন কৃষকের ৩০শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেই।
কৃষক মোঃ আব্দুর রব বলেন, আমার ৩০ শতক জমির ধান পেকেছে কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, এনিয়ে খুব চিন্তিত ছিলাম। এমতাবস্থায় আমি উপজেলা ছাত্রলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেনকে অবগত করলে তিনি তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। এ ধান কেটে দেওয়ায় আমি খুবই উপকৃত হয়েছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।