করোনা থাবার মধেই আগুনের থাবায় পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। একই কারণে ৬টি পরিবারের ভাগ্য তথা জীবনের একমাত্র সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত গভীর রাতে হাজীগঞ্জের ধড্ডা খাল পাড় এলাকায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত ঘটেছে বলেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। রাতেই খবর পেয়ে হাজীগঞ্জের দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী আবুল বাসার জানান, এদিন গভীর রাতে অন্ধকারাচ্ছন্ন খালপাড়ে আগুনের লেলিহান শিখায় পুরো এলাকা আলোকিত হয়ে যায়। মানুষজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা এতো বেশি ছিলো যে, কেউ ধারে কাছেও যেতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলনের মুদি দোকান, আলাউদ্দিনের স্টেশনারি ও টেলিকমের দোকান, আরিফের কনফেকশনারী, রাসেলের গ্যাস সিলিন্ডার, বিল্লালের ফার্মেসী ও জামালের ডেকোরেটর পুড়ে ছাই হয়ে যায়।
অগি্নকা-ের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিডার ছিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।