মোঃ হোসেন বেপারী:
আজ (৯ ফেব্রুয়ারী) বুধবার শপথ গ্রহণ করবেন হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ১১জন চেয়ারম্যান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান-মাহমুদ-ডালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় হাজীগঞ্জের রাজারগাঁও, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ করাবেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
নবনির্বাচিত চেয়ারম্যানরা নির্দেশনা অনুযায়ী ৩ ফেব্রæয়ারীর আগে সম্পত্তির হিসাব বিবরণী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চুক্তিনামা বিধি মোতাবেক ৩শ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে দাখিল করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নের আলহাজ আব্দুল হাদী মিয়া, ২নং বাকিলা ইউনিয়নের মিজানুর রহমান মিলন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা স্বপন, ৫নং সদর ইউনিয়নের ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মজিবুর রহমান মজিব, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন হেলাল, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (২০২১ইং) হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে ৬জন ও অন্য ৫টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ২ ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও তিন ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।