স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে হাজীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বাকিলা বাজারে জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসয় একটি হোটেলে একটি কীটনাশকের দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, অভিযান চলাকালীন তাজ হোটেল এন্ড সুইটমিটে অপরিছন্ন নোংরা পরিবেশ থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্যাঁতসেতে ও নোংরা পরিবেশে না রেখে পরিষ্কার পরিছন্ন রাখার নির্দেশনা দেয়া হয় হোটেল কর্তৃপক্ষকে। অন্যদিকে কীটনাশক দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন কার্যালয়ের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।