মো. মজিবুর রহমান রনি
হাজীগঞ্জে নিরাপদ খাদ্য অধিদপ্তরের মামলায় হাজী বিরানীর মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ও তিন ব্যবসায়রি জামিন না মঞ্জর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গত ১৪ ও ১৫ নভেম্বর চাঁদপুর জেলা চিপ জুডিশিয়াল ম্যজিস্ট্রিট আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। একই সময়েআরো দুই ব্যবসায়ীর জামিন মঞ্জর করে আদালত ।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের তথ্য মতে জানা যায়, নিরাখাদ্য অধিদপ্তর কতৃক বিভিন্ন সময় অভিযান পরিচালনা করিয়া মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করা, উৎপাদিত পন্যে নিষিদ্ধ ক্যামিক্যাল ব্যবহার করা ও লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারায় রাষ্ট্র পক্ষ হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামসুল ইসলাম রমিজ। জামিন নামঞ্জুর হওয়া ব্যবসায়ীরা হলেন, মা স্টোর-এর মালিক মোহাম্মদ ইমাম হোসেন, হলুদপট্টি চিটাগং বেকারির মালিক হোসেন খান স্টেশন রোড হাজিগঞ্জ বাজার এবং খান স্টোরের মালিক গোলাম মোস্তফা খান পাতানিশ বাজার।
জামিন প্রাপ্তরা হলেন, মোহাম্মদ এমরান হোসেন শাহজাহান স্টোর কৈয়ারপোল বাজার ও রবিউল আলম মেনাপুর বাজার। এ ব্যাবপারে হাজীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ বলেন, মামলা করার আগে আমরা তাদেরকে সতর্ক করছি এবং লিখিত নোটিশ করেছি এমন কি বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমেও তাদেরকে সাবধান করেছি কিন্তু তারা পাত্তা দেয়নি। এখন আদালতের বিষয়। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।