শরিফ মজুমদার:
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে হাজিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবু বকর সিদ্দিকের দাফন-কাফন সম্পন্ন হয়েছে।
তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার রাত্র ৯টায় ঢাকায় ইন্তেকাল করেন। সোমবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ পৌরসভা মেয়র আ স ম মাহবুব আলম লিপন। আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এর সম্মানিত মতোয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী, হাজিগঞ্জ চাঁদপুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা আবু বকর সিদ্দিকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন হতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও ফুলের তোড়া দিয়ে মরহুমকে শেষ বিদায় জানান। সকলে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরে নিজ বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।