হাজীগঞ্জ সংবাদদাতা:
হাজিগঞ্জে পিকআপ ট্রাক উল্টে বাচ্ছু মিয়া নামে এক অটো চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।
হাজীগঞ্জ থাকার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন
জানা যায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিকআপ ট্রাকটি মালামাল নিয়ে হাজীগঞ্জ থেকে রামগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়।
১ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান ঘটনাস্থলে উপ পরিদর্শক রমিজ উদ্দিনকে পাঠানো হয়েছে।