হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলার ৮নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে হলরুমে ওই সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল কাদের সবুজ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সোহেল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলি জনি, প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ রিপাত জাহান রতœা, সদস্য রাবেয়া বেগম, সহকারী শিক্ষিকা অঞ্জনা রানী, মোঃ সামসুদ্দিন, রাহিমা বেগম, রাবিয়া বেগম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী, এসএমসি এবং পিটিএ কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।