মোঃ সবুজ হোসাইন
হাইমচর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলে মা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মায়েদের অংশ গ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আদর্শ শিশু নিকেতন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, কাকলী রাণীসহ সহকারী শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন, একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন করতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই প্রতিটি সন্তানকে সঠিক গাইড দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে এই মা সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সন্তানের বড় হয়ে উঠা, তার বুদ্ধির বিকাশ, মানসিক গঠন যথাযথভাবে হওয়ার জন্য মাতা-পিতার যত আদর ভালোবাসা মায়া-মমতা একান্ত প্রয়োজন। কারণ, শিশুর জন্য তার শৈশবকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
এ সময় প্রতিটি প্রয়োজনে অন্যের মুখাপেক্ষী থাকে। এজন্য মাতা পিতার কাছে সন্তানের বড় অধিকার যে তাকে তার মাতা পিতা অন্তর দিয়ে প্রতিপালন করবে।