শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
হাইমচরে প্রাথমিক পর্যায়ে শীর্ষ ও শতভাগ ডিজিটালাইজড শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতনে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ের হলরুমে প্লে গ্রæপ ও কেজি শ্রেণিতে ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামি ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ফলাফল প্রকাশিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক এস এম মতিনের দিক নির্দেশনা ও হল সুপার আব্দুল মান্নান এর পরিচালনায় দুইটি কক্ষে বাংলা, গনিত ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কোমলমতি শিশুদের মেধা বিকাশে সহায়ক প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত একঝাঁক তরুণ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমÐলীর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানে রয়েছে শিশুদের নিজের সন্তানের মত মাতৃ ও পিতৃস্নেহে পাঠদান ও পাঠ আদায়ের সুব্যবস্থা। ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন করে শ্রেণিতে আসন বিন্যাসের মাধ্যমে আগামি ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ মাষ্টারের তত্ত¡াবধানে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার, কাকলী রাণী দাস, মিজানুর রহমান দুলাল, শরীফ গাজী, শাকিল আহমেদ, রিয়াজ হোসেন, রেহানা আক্তারসহ শিক্ষকমন্ডলী।