মো. সবুজ হোসাইন:
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এস এম কবির শেখ। গতকাল রোববার বিকেল ৪টায় হাইমচর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী খোরশেদ আলমের তালা প্রতীকের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী তার আলিফ মার্কেটে জোর পূর্বক ভোটারদের জিম্মি করে রেখেছেন। তিনি জনপ্রতিনিধিদের মাঝে টাকা বিতরণ ও বিভিন্ন প্রকল্পের লোভ দেখিয়ে ভোট নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। শুধু তাই নয় উপজেলা চেয়ারম্যান ভোটারদেরকে জিম্মি করে আলগী বাজারের আসে পাশে কয়েকটি বাড়িতে লুকিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে আমি আমার সম্মানিত জনপ্রতিনিধিদের সুষ্ঠু ও সঠিক ভাবে ভোট প্রদান এবং শান্তি শৃংখলা বিনষ্টের আশংকায় আছি। তাই জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশনার সহ সকল স্তরের নিরাপত্তা বাহিনীর দৃষ্টি কামনা করছি। নির্বাচন কে প্রশ্নবৃদ্ধ করতে নানান ক‚টকৌশল অবলম্বন করছেন তিনি। আমি তার প্রতিকার চাই, এবং আমার ভোটারদের জিম্মি করা সহ সকল প্রকার পেশিশক্তিমুক্ত একটি নির্বাচন প্রশাসনের নিকট কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মো. মাছুম বিল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক জাদিুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য সোলাইমান হোসাইন।