শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল হাইমচরের জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নি¤œ আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল হাইমচর উপজেলা প্রশাসন ।
৬ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে আপনাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আজকে হাইমচরে এসে দেখলাম শীত অনুভুত হচ্ছে। যাদেরকে আজকে শীত বস্ত্র দেয়া হচ্ছে তাদের অনেকের হয়ত শীতবস্ত্র আছে। তারপরেও প্রয়োজন হতে পারে। এসব বিষয়গুলো চিন্তা করেই প্রধানমন্ত্রী হাইমচরে ৫শত মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা মনে রাখেন। আজকে মানুষ ৩ বেলা খেতে পারেন। এখন কারো ঘরে কোন অভাব নেই। দেশের জনগণ ভাল থাকলেই তিনি ভাল থাকবেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান, মোঃ আসাদুজ্জামান সরকার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।