মো. সবুজ হোসাইন:
হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর ১২টায় উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামের এ ঘটনা ঘটে। সহকারী শিক্ষিকা ওই গ্রামের আব্দুল মান্নান পাটওয়ারীর স্ত্রী। একই বাড়ির মৃত জব্বার পাটওয়ারীর ছেলে শিপন পাটওয়ারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ভাংচুর ও লুটপাট করে বলেও তিনি অভিযোগ করেন।
জানা জায়, শিক্ষিকা খাদিজা বেগমের জামাই আব্দুল মান্নান ও তার চাচাতো ভাই শিপন পাটওয়ারীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রেসারেসি চলে আসছে। তাদের দুই পরিবারের মাঝে চাঁদপুর কোর্টে মামলা চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় এ নিয়ে তিন বার তাদের বসত ঘরে হামলা ও ভাংচুর করে এ শিপন পাটওয়ারী। শিক্ষিকা খাদিজা বেগম তার কর্মস্থল স্কুলে ও তার স্বামী আব্দুল মান্নান অগ্রণী ব্যাংকে চলে গেলে সন্ত্রাসীরা শিক্ষিকার বসত ঘরে হামলা ও ভাংচুর করে। এছাড়াও ঘরে থাকা আসবাবপত্র ভাংচুরের সময় ড্রয়ার ভেঙ্গে ৪ ভরি ওজনের স্বর্ণ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় তারা।
স্থানীয় মৃত আব্দুল কাদের পাটওয়ারীর স্ত্রী হোসনেয়ারা বেগম জানান, খাদিজার ঘরের জায়গা একই বাড়ির শিপন পাটওয়ারী দাবী করে আসছেন। এ নিয়ে চাঁদপুর কোর্টে মামলা চলমান রয়েছে। মামলার কোন রায় না হলেও ২/১ দিন পর পর শিপন পাটওয়ারীর খাদিজাদের ঘরে হামলা করে ভাংচুর করে। তাদের কে কিছু বলতে গেলে গালিগালাজ করে মারতে আসে। গত সপ্তাহে তারা এ ঘরে হামলা করেছে। আজ আবার তারা দুজনে বাড়ি থেকে কাজে চলে গেলে তাদের ঘরে হামলা করে লুটপাট করে।
শিক্ষিকা খাদিজা বেগম জানান, আমি সকাল ৯টায় বিদ্যালয়ে চলে গেলে দুপুর ১২টায় শুনতে পাই শিপন পাটওয়ারী আমার ঘর ভাংচুর করেছে। আমি দ্রæত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি আমার ঘরের আসবাপত্র সব এলোমেলো হয়ে আছে। ঘরের টিনগুলো নাই। এছাড়াও তারা আমার ঘরের ড্রয়ার ভাংচুর করে ৫ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ন নিয়ে গেছে। আমি বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি। আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার চাই।