মোঃ হাসান আল মামুন , হাইমচর:

মুজিব বর্ষ উপলক্ষে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় পুনর্বাসনকরণ ও কর্মসংস্থানের জন্যে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১১৫ জনকে নগদ চার হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া আমার বাড়ি আমার খামার প্রকল্পে ১০৫ জনের মাঝে টিন বিতরণ করেন।
সোমবার সকালে হাইমচর উপজেলার ৪টি ইউনিয়নে ভিক্ষুকদের মাঝে অনুদান প্রদানপূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ফেরদৌসী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া সে স্বপ্নকে বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।
আপনারা এই টাকা নিয়ে ছোট ছোট ব্যবসা গড়ে তুলবেন যাতে করে আপনারা কারো কাছে হাত পাততে না হয়। আর যাদের ঘর নেই জমি নেই আপনারা ইউনু মহোদয় বরাবর আবেদন করবেন আপনাদের জন্য চড়েন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে থাকার ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ইউপি চেয়ারম্যান মনির আহম্মেদ দুলাল পাটওয়ারী, সমাজ সেবা অফিসার ফেরদৌসী আক্তারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।