মোঃ সবুজ হোসাইন, হাইমচর:
:
হাইমচরে হাজারো মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়দল হোসেন আখনের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূূর্বে উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল ও হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় মরহুম বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
১৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা ও গার্ড অব অনার শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জয়দল হোসেন আখন দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অসুস্থ্য অবস্থায় ছিলেন। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এ মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।