শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
একদিনের সংক্ষিপ্ত সফরে হাইমচর উপজেলার বিভিন্ন দপ্তর ও অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় উপজেলা পরিষদ, হাইমচর থানা, চরভৈরবী ইউনিয়ন পরিষদ ও নবনির্মিত চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে তিনি উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম এবং ভূমি অফিস পরিদর্শন করেন। বিকেলে জেলা প্রশাসক ইউনিয়ন পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুলসহ অফিসের কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ডিসি অফিস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।