শরীফ মোঃ মাসুম বিল্লাহ:
হাইমচর উপজেলায় ৪৯তম গ্রীষ্মকালীন মাধ্যামিক পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত হয়েছেন ৩ জন। গতকাল বুধবার ৭ (সেপ্টেম্বর) দুপুরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ ফুটবল ম্যাচের ২য় দিনে খেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাচটি অনুষ্ঠিত হয় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।
জানা যায়, উপজেলার ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ ফুটবল ম্যাচের ২য় দিনে বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয় বিপক্ষে আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবেকারের সময় দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. রুবেল হোসেন সহ দুই শিক্ষার্থী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার টাইব্রেকারের সময় মাঠের বাইরের কিছু দর্শক/শিক্ষার্থী বাজে বন্তব্য করে। এসময় শিক্ষক রুবেল হোসেন বাজে কথা না বলতে অনুরোধ করলে তারা ঐ শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। এতে এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে ইট পাটকেল মারা শুরু হয়। পরে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মীর হোসেন বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদ্ররাসা এই দুই প্রতিষ্ঠানের খেলার মাঝে সংঘর্ষ হয়। এতে ১জন শিক্ষক এবং ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যেই দুই শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঐ দুই প্রতিষ্ঠানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়েছে। টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যকার খেলা ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে।