হাইমচর প্রতিনিধি:
হাইমচরে পূর্বশত্রুতার জের ধরে ঘাস নিধনের বিষ প্রয়োগ করে পানের বরজ জ্বালিয়ে নষ্ট করার ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর শুক্রবার রাত ১০ টার সময় উপজেলার আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন বেপারীর পানের বরজে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর ছেলে হানিফ বেপারী হাইমচর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, দূর্বৃত্তদের দেয়া বিষে দুইশত পানের বরজ জ্বলে একেবারেই নষ্ট হয়ে গেছে। বরজের পানগুলো সব মাটিতে পরে থাকতে দেখা গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ভুক্তভোগী আনোয়ার হোসেন বেপারীর। এমন ন্যাক্কারজনক ঘটনাটি যারা ঘটিয়েছে তারা কোন মানুষ হতে পারে না, তারা পশুর সমতুল্য। প্রকৃত অপরাধীকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।
ভুক্তভোগীর ছেলে হানিফ বেপারী জানান, তাদের পরিবারের জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন ছিল পানের বরজটি। পান বিক্রি করেই চলতো তাদের সংসার। পারিবারিক শত্রæতার জের ধরে তার চাঁচা আহসান বেপারী ও খোকন বেপারী এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন বলে তারা সন্দেহ করছেন। তাদের দাবী সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যেন আইনের আওতায় আসে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল পাটোয়ারী বলেন, আমি পানের বরজে গিয়ে দেখেছি পানগুলো সব জ্বলে মাটিতে পরে আছে। পানের বরজে বিষ প্রয়োগ করে যে ঘটনাটি ঘটিয়েছে তা একটি ন্যাক্কারজনক ঘৃনিত কাজ। যেই কাজটি করেছে সে কাজটি ভাল করেনি। রুজি রোজগারে আঘাত করা কোন মানুষের কাজ না।