শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
হাইমচরে পুকুরে ডুবে উমায়ের আহমেদ সামী নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কালাচৌকিদার মোড় তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার ক্যাশিয়ার মোঃ শাহাদাত হাওলাদারের ছোট ছেলে।
জানা যায়, গতকাল ৫ রোববার (ফেব্রæয়ারি) দুপুর ১২টায় বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে শিশু ওমায়ের আহমেদ সামী মৃত্যু বরণ করে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির চাচা চরপোড়ামূখি দ্বীনিয়া মাদরাসার নায়েবে মুদির মাওলানা আলাউদ্দিন সালেহ জানান, যে পুকুরে পড়ে উমায়ের আহমেদ সামী মৃত্যু বরণ করে সেখানে কখনো সে যায় নাই। আজ হঠাৎ যখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন শিশু সামীর মা খোজাখুজি করে। কোথাও খুঁজে না পেয়ে পুকুরের পাড়ে গিয়ে দেখে সামী পানিতে ভেসে আছে। এসময় স্থানীয়রা তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন-উমায়ের ছিল পরিবারের সকলের নয়নের মণি। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।