বিল্লাল ঢালী:
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুরে বিভিন্ন সামাজিক সংগঠন। রোববার ১১ টায় হাইমচর থানার সামনে সামাজিক সংগঠন ঐক্য পরিষদের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ধষর্ণের সাথে জড়িত ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধনে ইনসাফ সমাজ কল্যান পারিষদ, একতা যুব কল্যান সংস্থা, মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন, আলোকিত ভবিষ্যত সামাজিক সংগঠন হযরত আলী (রা) কল্যান ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, প্রভাষক মুকবুল আদর্শ সমাজকল্যান পরিষদের সভাপতি জহিরুল ইসলাম পাটোয়ারী ও নবীন সমাজ কল্যান পরিষদের সভাপতি রাসেল গাজী।