হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোতাণেব জমাদারের অর্থায়নে বন্যাকবলে ক্ষতিগ্রস্থ অসহায় ৫শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন এবং শোক দিবসে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগষ্ট শোক দিবস উপজেলা রোড় মোতালেব জমাদারের অফিস কার্যালয় সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ।
বিকেলে আলোচনা সভায় মোতালেব জমদারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ফখর উদ্দিন আলী আহম্মদ এর পরিচালনায় সভাপতির বক্তব্যে মোতালেব জমাদার বলেন , বঙ্গবন্ধ ছিলেন বিশ্ব নেতা তার মত এমন নেতা পুনরায় আর আসবে না এটাই সত্য। তিনি ছিলেন একজন আদর্শবান ত্যাগী নেতা।তিনি সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ বিল্লাল বেপারী, মফিজ আখন, খালেক আখন, নাছির বেপারী, মমতাজ ভূইয়া, আওয়ামীলীগ নেতা সোহবাব হোসেন টিটু, হাকিম ঢালী, নাছির আখন, ফরিদ গাজীছত্তর গাজী প্রমূখ।