মোঃ হাসান আল মামুনঃ
হাইমচর উপজেলায় গত ৩০ তারিখে করোনা পজেটিভ আসা রোগী এ প্রথম করােনায় আক্রান্ত হয়ে আলগী বাজারের ব্যবসায়ী মোঃ মফিজ মিয়াজি মৃত্যু বরন করেন।.ইন্না-লিল্লাহ… রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মহুরম মফিজ মিয়াজি আলগী উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামের ও হাইমচর উপজেলার জমিয়তে হিজবুল্লার সাবেক সভাপতি মাওঃ শফিকুর রহমানের বড় ছেলে। মহুরম মফিজ মিয়াজি মৃত্যু সময় শ্বাসকষ্টে ভোগছিলেন। আলগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মফিজ মিয়াজি মৃত্যুতে সর্বমহলে শোক প্রকাশ করেছেন।