শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
হাইমচরে ইসলামী ব্যাংক লিমিটেড আলগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামী ব্যাংক লিমিটেড আলগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ম্যানেজিং ডিরেক্টর জি. এম ফজলুর রহমান আকাশ এর সভাপতিত্বে ও আদর্শ শিশু নিকেতন স্কুলের সহকারী শিক্ষক শরীফ মোঃ মাছুম বিল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর জেলা শাখার এস.পি.ও ম্যানেজার অপারেশন মোঃ আবুল কালাম।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ইসলামী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মোঃ মোশাররফ হোসাইন, অফিসার আব্দুল কাদের, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, আলগী বাজার সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল গাজী, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামসহ ব্যংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকবৃন্দ।