শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
হাইমচর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুল। শতভাগ ডিজিটালাইজড এ প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের কুশল বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শরীফ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সফলতায় নির্ভর করে আমাদের সার্থকতা। বিদায় না দিতে চাইলেও বিদায় দিতে হয়। তোমরা যেখানেই থাকো সব সময় স্কুলের সাথে সুসম্পর্ক রাখবে এই প্রত্যাশা করছি।
তিনি বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ সহ সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত আছে। আমি চাই তোমরাও সফলতা অর্জন করো। নিজেদের প্রতিভা বিকশিত করে দেশের যোগ্য স্থানে আসিন হয় এ প্রত্যাশা রইল।
বক্তব্য রাখেন, স্কুলের উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার, সিনিয়র শিক্ষিকা কাকলী রাণী, শিক্ষক মিজানুর রহমান দুলাল, এস এম মতিন, শাকিল আহমেদ, ধর্মীয় শিক্ষক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী।