মোঃ সবুজ হোসাইন:
শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি বলেছেন, হাইমচরের জনগণের দায় আমি কখন দিতে পারবো না। তাদের কাছ থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। তারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচন করায় আমি চির কৃতজ্ঞ। গতকাল বৃহস্পতিবার হাইমচরের জেলে, অসহায় ও খামারীদের মাঝে প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যার মন সব সময় অসহায় মানুষের জন্য কাঁদে। বঙ্গবন্ধু কন্যা সব সময় অসহায় পরিবারের পাশে আছেন। অনুষ্ঠানে হাইমচর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে প্রণোদনা, নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় খামারিদের মাঝে ক্রীম সেপারেটর বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সালের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আ,লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। এসময় শিক্ষামন্ত্রী হাইমচর ডিগ্রী কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।